রাজশাহী বিভাগে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৪০ জনের করোনা শনাক্ত ও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৫ হাজার ১ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৫৭৭ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ১১ জনের। রাজশাহী জেলাতেও কমেছে করোনা শনাক্তের হার। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে বাগমারা উপজেলায় ৪৬৬ জন, বাঘা উপজেলায় ৭২০ জন, চারঘাট উপজেলায় ৭৩৯ জন, দুর্গাপুর উপজেলায় ৫৬৩ জন, পুঠিয়া উপজেলায় ৬৫৬ জন, পবা উপজেলায় ৬৪৬ জন, তানোর উপজেলায় ৪৫১ জন, গোদাগাড়ী উপজেলায় ৫১৩ জন ও মোহনপুর উপজেলায় ৪০৫ জন। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২৪০ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৫ হাজার ১ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৭৭ জনের। এদিন নতুন করে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮৭ হাজার ৪২১ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৭ হাজার ১১ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৪৬৬ জন, নওগাঁ ৬২৯৯ জন, নাটোর ৭৯৫৪ জন, জয়পুরহাট ৪৪৭০ জন, বগুড়া জেলায় ২০ হাজার ৯১০ জন, সিরাজগঞ্জ ১০ হাজার ৭৪৮ জন ও পাবনা জেলায় ১২১৪৩ জন। মৃত্যু হওয়া ১৫৭৭ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৯০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪৮ জন, নওগাঁ ১৩৫ জন, নাটোর ১৬৩ জন, জয়পুরহাট ৫৪ জন, বগুড়া ৬৫৫ জন, সিরাজগঞ্জ ৯২ জন ও পাবনায় ৪০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১০৯৬৩৩ জন।
এস/আর