নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় ৬২ জন ও জেলা নতুন করে আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। বিভাগে মোট ২৪ হাজার ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে ও মৃত্যু হয়েছে ৩৬৬ জনের। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৮০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৩৪৩ জন, বাঘা উপজেলায় ১৮৪ জন, চারঘাট উপজেলায় ১৭৭ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪০ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩২ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৬৫ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। গত দিনের তুলনায় এদিন বেশি করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ৪৪০ জনে। শনাক্তের মধ্যে ২২ হাজার ১৫৮ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৮১২ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১৭ জন, নওগাঁ ১৫৩৪ জন, নাটোর ১১৯০ জন, জয়পুরহাট ১৩০০ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৫৯০ জন, সিরাজগঞ্জ ২৫৯৬ জন ও পাবনা জেলায় ১৬০১ জন। মৃত্যু হওয়া ৩৬৬ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৫ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২২৪ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৪ হাজার ২৮৬ জন।
এস/আর