রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। শেষ ২৪ ঘণ্টায় ১১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৪২৫ জন। নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। এদিন গত দিনের থেকে ১৩১ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আর মোট মৃত্যু হয়েছে ৯৩৭ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৪৯৪ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৪ হাজার ৯১৭ জন। বাঘা উপজেলায় ৪৩৫ জন, চারঘাট উপজেলায় ৪৭৯ জন, পুঠিয়া উপজেলায় ৪৫৭ জন,
দুর্গাপুর উপজেলায় ৩৮৩ জন, বাগমারা উপজেলায় ৩৫৮ জন, মোহনপুর উপজেলায় ৩১০ জন, তানোর উপজেলায় ৩৪০ জন, পবা উপজেলায় ৪৬৯ জন ও গোদাগাড়ীতে ৩৩৬ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ৩১ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। জেলায় মৃত্যু হয়েছে ১৭১ জনের।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১১২৩ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৪২৫ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৪৯ জনের। এদিন নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪১ হাজার ৭৪৭ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১৮ হাজার ৪৯৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪৩২৭ জন, নওগাঁ ৪৭৭০
জন, নাটোর ৪২৮৫ জন, জয়পুরহাট ৩৫৯২ জন, বগুড়া জেলায় ১৪ হাজার ৬৯৩ জন, সিরাজগঞ্জ ৪৮৮৭ জন ও পাবনা জেলায় ৫৩৪১ জন। মৃত্যু হওয়া ৯৪৯ জনের মধ্যে রাজশাহী ১৭৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১১৪ জন, নওগাঁ ৮৯ জন, নাটোর ৬২ জন, জয়পুরহাট ২৯ জন, বগুড়া ৪২৭ জন, সিরাজগঞ্জ ৩০ জন ও পাবনায় ২৪ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৮৭ হাজার ২৪৬ জন।
এস/আর