রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে করোনা ভাইরাসে আরো ৫৮ জন ও রাজশাহী জেলায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ২৪৮ জনে। এরমধ্যে রাজশাহী জেলায় জেলায় ৬ হাজার ২৭৭ জন। যা গতদিনের থেকে কিছুটা কম। গত কয়েক মাসের তুলনায় রাজশাহী জেলায় করোনা শনাক্তের রেকর্ড হয়েছে।
শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৭৭৯ জন, বাঘা উপজেলায় ১৮৭ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৯ জন, তানোর উপজেলায় ১২২ জন, পবা উপজেলায় ৩৩৬ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৮৭ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫৮ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৬ হাজার ২৪৮ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০০ জনের। এরমধ্যে ২৪ হাজার ৬০০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৬২৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮৩৪ জন, নওগাঁ ১৬৬৩ জন, নাটোর ১২৭৭ জন, জয়পুরহাট ১৩৮২ জন, বগুড়া জেলায় ১০ হাজার ২০৭ জন, সিরাজগঞ্জ ২৮৩২ জন ও পাবনা জেলায় ১৭৬৬ জন। মৃত্যু হওয়া ৪০০ জনের মধ্যে রাজশাহী ৫৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৫৪ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৬ হাজার ৬৩৬ জন।
এস/আর