নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে নতুন করে আরো ১৯২ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে রাজশাহী বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১২২ জন। আর মৃত্যু হয়েছে ৪ জনের। আজ বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহী বিভাগে মোট করোনা পজিটিভ হয়েছে ৩ হাজার ১২২ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ জন। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১১৮ জন বগুড়া জেলা শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগেঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা হচ্ছে। পাবনার ল্যবটি চালুর পর্যায়ে রয়েছে।
রাজশাহী বিভাগের মধ্যে সবচাইতে বেশি বগুড়া জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১ হাজার ৮২০ জন । এরপরের অবস্থানে রয়েছে পাবনা জেলা। এ জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৪৭ জন। রাজশাহী ১৭৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮৬ জন, নওগাঁ জেলায় ২২১ জন, নাটোর জেলায় ৯৬ জন ও সিরাজগঞ্জ জেলায় ২৩৮ জন রয়েছে।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোনেন্দ্র নাথ আচার্য্য বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। জনসচেতনতা আরো বাড়াতে হবে। সচেতনতা বাড়লে রোগীর সংখ্যা কমে আসবে। তবে করোনা রোগীরা সুস্থ হচ্ছে। গণপরিবহন ও জনাকীর্ন এলাকা এড়িয়ে চলাচল করতে হবে। মুখে মাস্ক ব্যবহার করতে হবে। এখন বেশি সচেতনতা ও সতর্ক হওয়ার বিকল্প কিছু নেই।
এমকে