নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮ জেলায় ৩০০ ছাড়িয়েছে করোনা ভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ৩০২ জন। আর নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৩৯ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২০ হাজার ১৭ জনে। ১৭ হাজার ৯৮২ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ২০ হাজার ১৭ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪৯৫৬ জন,
চাঁপাইনবাবগঞ্জ ৭৭৫ জন, নওগাঁ ১২৯৫ জন, নাটোর ৯৮৮ জন, জয়পুরহাট ১০৮৮ জন, বগুড়া জেলায় ৭ হাজার ৬২৪ জন, সিরাজগঞ্জ ২১৫৭ জন ও পাবনা জেলায় ১১৩১ জন। মৃত্যু হওয়া ৩০২ জনের মধে রাজশাহী ৪৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২১ জন, নাটোর ৯ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৮৩ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ৯ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৫৮ হাজার ৬১১ জন।
এমকে