গত ১ মাসে রাজশাহী বিভাগে সবচাইতে কম করোনা শনাক্ত হয়েছে। এদিন শেষ ২৪ ঘণ্টায় বিভাগের ৮টি জেলায় নতুন করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে ও নতুন করে কারো মৃত্যু হয়নি। বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ৬৯ জন ও মোট মৃত্যু হয়েছে ৪৮২ জনের। আগের দিন বিভাগে শনাক্ত হয়েছিল ১০১ জনের। এদিন ৩৩ জনের কম করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭ হাজার ৮২২ জন। রাজশাহী জেলায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার ৬ হাজার ২৫৪ জন। বাঘা উপজেলায় ১৯২
জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯৩ জন, বাগমারা উপজেলায় ১২৬ জন, মোহনপুর উপজেলায় ১৬০ জন, তানোর উপজেলায় ১২৯ জন, পবা উপজেলায় ৩৪৮ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৬৮ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬৮ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ৮৬৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮২ জনের। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। এরমধ্যে ২৮ হাজার ০৩ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৮২২ জন, চাঁপাইনবাবগঞ্জ ৯৬৩ জন, নওগাঁ ২০০৫ জন, নাটোর ১৫৩৫ জন, জয়পুরহাট ১৫৮৫ জন, বগুড়া জেলায় ১১ হাজার ৮৬৭ জন, সিরাজগঞ্জ ৩৪০৬ জন ও পাবনা জেলায় ২৬৭৬ জন। মৃত্যু হওয়া ৪৮২ জনের মধ্যে রাজশাহী ৬৯ জন, চাঁপাইনবাগঞ্জে ১৮ জন, নওগাঁ ৩৩ জন, নাটোর ১৭ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ২৯৪ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ১৭ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭০ হাজার ৫৯৯ জন।
এস/আর