1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিভাগে ১ দিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড ৩৮২ জন, মৃত্যু ৬ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

রাজশাহী বিভাগে ১ দিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড ৩৮২ জন, মৃত্যু ৬

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
করোনা

রাজশাহী বিভাগের ৮টি জেলায় ১ দিনে সর্বোচ্চ করোনা ভাইরাস শনাক্তের রেকর্ড হয়েছে ৩৮২ জন ও নতুন করে মৃত্যু হয়েছে ৬ জনের। করোনা শনাক্ত শুরু হওয়ার পর থেকে এটি একদিনে বিভাগে সর্বোচ্চ করোনা শনাক্তের সংখ্যা। এর আগে ১ দিনে করোনা শনাক্তের রেকর্ড হয়েছিল ৩৩৯ জনের। কিন্ত এবার সব রেকর্ড ছাড়িয়ে করোনা শনাক্তে রেকর্ড হয়েছে। প্রতিদিনই পূর্বের রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ড হচ্ছে। আগের দিন বিভাগে ৩০০ জনের করোনা শনাক্ত হয়। এদিন ৮২ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছিল ৮ জনের। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৫ হাজার ৮৫৭ জনে। আর মোট মৃত্যু হয়েছে ৫৬৪ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৯১৪ জনের। জেলায় এদিন ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ৭ হাজার ৩৩৭ জন। বাঘা উপজেলায় ১৯৬ জন, চারঘাট উপজেলায় ২০৬ জন, পুঠিয়া উপজেলায় ১৭৩ জন, দুর্গাপুর উপজেলায় ১০৫ জন, বাগমারা উপজেলায় ১৪১ জন, মোহনপুর উপজেলায় ১৬৬ জন, তানোর উপজেলায় ১৪৯ জন, পবা উপজেলায় ৩৫১ জন ও গোদাগাড়ীতে ১৯০ জন। জেলার ৯টি উপজেলায় ১৬৭৭ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।

রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩৮২ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩৫ হাজার ৮৫৭ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬৪ জনের। এদিন নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩১ হাজার ৫৩৩ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৯০১৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ১৮৭০ জন, নওগাঁ ২২৯৯ জন, নাটোর ১৭৬৪ জন, জয়পুরহাট ১৭৪৯ জন, বগুড়া জেলায় ১২ হাজার ২৯১ জন, সিরাজগঞ্জ ৩৬৯০ জন ও পাবনা জেলায় ৩১২৯ জন। মৃত্যু হওয়া ৫৬৪ জনের মধ্যে রাজশাহী ৮৬ জন, চাঁপাইনবাগঞ্জে ৩৭ জন, নওগাঁ ৪৩ জন, নাটোর ২৫ জন, জয়পুরহাট ১২ জন, বগুড়া ৩১৫ জন, সিরাজগঞ্জ ২৪ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭৩ হাজার ১৯৩ জন।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST