নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ও জেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ১০৯ জনে। মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। গতদিনের তুলনায় এদিন কম মানুষের করোনা শনাক্ত হয়। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৯২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৪৪৭ জন, বাঘা উপজেলায় ১৮৭ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৬ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩৪ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৭৯ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ১০৯ জনে। এদিন রাজশাহী জেলায় আরো ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। নতুন করে এদিন কারো মৃত্যু হয়নি। গতদিনের তুলনায় এদিন কম মানুষের করোনা শনাক্ত হয়। বিভাগে মোট ২৫ হাজার ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ২৩ হাজার ২৮০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৯২৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮২০ জন, নওগাঁ ১৫৯৪ জন, নাটোর ১২২২ জন, জয়পুরহাট ১৩৪৯ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৮২২ জন, সিরাজগঞ্জ ২৭১০ জন ও পাবনা জেলায় ১৬৫৮ জন। মৃত্যু হওয়া ৩৮৪ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৪০ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৫ হাজার ১৭০ জন।
এস/আর