রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়েছে ও শনাক্ত হয়েছে ১২৯ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ৪৫৯ জন ও মোট মৃত্যু হয়েছে ৪৭৩ জনের। আগের দিন বিভাগে শনাক্ত হয়েছিল ১৩৬ জনের। এদিন ৭ জনের কম করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭ হাজার ৭৬৭ জন। জেলায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার ৬ হাজার ২০২ জন। বাঘা উপজেলায় ১৯২ জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯০ জন, বাগমারা উপজেলায় ১২৬ জন, মোহনপুর উপজেলায়
১৬০ জন, তানোর উপজেলায় ১২৮ জন, পবা উপজেলায় ৩৪৭ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৬৫ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১২৯ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ৪৫৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭৩ জনের। এদিন নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৭ হাজার ৩৮৭ জন সুস্থ হয়েছে। এরমধ্যে
রাজশাহী জেলায় ৭৭৬৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৯৬৩ জন, নওগাঁ ১৯৭৮ জন, নাটোর ১৫১৯ জন, জয়পুরহাট ১৫৭৪ জন, বগুড়া জেলায় ১১ হাজার ৭৮৫ জন, সিরাজগঞ্জ ৩৩৫০ জন ও পাবনা জেলায় ২৫১৩ জন। মৃত্যু হওয়া ৪৭৩ জনের মধ্যে রাজশাহী ৬৭ জন, চাঁপাইনবাগঞ্জে ১৮ জন, নওগাঁ ৩৩ জন, নাটোর ১৭ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ২৯০ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ১৪ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭০ হাজার ৩৫০ জন।
এস/আর