1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিভাগে ১০ হাজার ছাড়াল করোনা শনাক্তের সংখ্যা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

রাজশাহী বিভাগে ১০ হাজার ছাড়াল করোনা শনাক্তের সংখ্যা

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলা, ২০২০
রাজশাহী বিভাগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮টি জেলায় ১০ হাজার ছাড়িয়েছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে ১৭৪ নতুন করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৬৩ জন। আর গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। এ পর্যন্ত মোট বিভাগে করোনায় মারা গেল ১৩৩ জন। তবে শনাক্ত বেশি হওয়ার সাথে সাথেও বাড়ছে সুস্থ হওয়া রোগীর সংখ্যা। শুধু গত ২৪ ঘন্টায় বিভাগের ৮টি জেলায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৭৪ জন। আর এ পর্যন্ত মোট ৪ হাজার ৪৮৩ জন সুস্থ হয়েছে। শনাক্তের প্রায় অর্ধেক সুস্থ হয়েছে।

বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে।
শনাক্ত হওয়া ১০ হাজার ১৬৩ জনের মধ্যে বগুড়া জেলায় সবচাইতে বেশি ৪ হাজার ১৮০ জন, রাজশাহী জেলায় ২২০৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ২৯১ জন, নওগাঁ ৭৭৯ জন, নাটোর ৩৫১ জন, জয়পুরহাট ৬২৭ জন, সিরাজগঞ্জ ১০৫৯ জন ও পাবনা জেলায় ৬৭১ জন।
বিভাগে মারা যাওয়া ১৩৩ জনের মধ্যে বগুড়া জেলায় ৮০ জন, রাজশাহী জেলায় ১৮ জন, সিরাজগঞ্জ জেলায় ১০ জন, পাবনা জেলায় ৯ জন, নওগাঁয় ১২ জন, জয়পুরহাট ১ জন, নাটোরে ১ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮টি জেলার মধ্যে রাজশাহী জেলায় সবচাইতে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ৯৭ জন।
সুস্থ হওয়া ৪ হাজার ৪৪৩ জনের মধ্যে রাজশাহী ৭৬০ জন, চাঁপাইনবাবগঞ্জ ১৩৪ জন, নওগাঁ ৫৮১ জন, নাটোর ১২৩ জন, জয়পুরহাট ১৯০ জন, বগুড়া জেলায় ২ হাজার ১৭০ জন, সিরাজগঞ্জ ২৩২ জন ও পাবনা জেলায় ২৯৩ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ

হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ১৫৩৮ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৬৪৪ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫০ হাজার ৩৮৬ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা

বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে।
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনা থেকে বাঁচতে শারীরিক দূরত্ব মেনে চলা ও সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST