ঢাকাবৃহস্পতিবার , ১০ জুন ২০২১
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিভাগে সর্বোচ্চ ৮৪১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৭

khobor
জুন ১০, ২০২১ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ৭ জনের মৃত্যু ও নতুন করে সর্বোচ্চ ৮৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪০ হাজার ৫৬০ জন। বিশেষ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা দ্রæত হারে বাড়ছে। শনাক্তের সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে তুলনামূলকভাবে অনেক বেড়েছে। আগের দিন বিভাগে ৬৪১ জনের করোনা শনাক্ত হয়। এদিন ২০০ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ৬২৩ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ২২ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ৯ হাজার ৫ জন। বাঘা উপজেলায় ২১৫ জন, চারঘাট উপজেলায় ২৩৫ জন, পুঠিয়া উপজেলায় ২২১ জন, দুর্গাপুর উপজেলায় ১২৯ জন, বাগমারা উপজেলায় ১৮৭ জন, মোহনপুর উপজেলায় ১৮৯ জন, তানোর উপজেলায় ২১১ জন, পবা উপজেলায় ৩৭৯ জন ও গোদাগাড়ীতে ২৫১ জন। জেলার ৯টি উপজেলায় ২০১৭ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।

রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮৪১ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৪০ হাজার ৫৬০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬২৩ জনের। এদিন নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩২ হাজার ৭৭৫ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১১ হাজার ২২ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩০০৯ জন, নওগাঁ ২৭২০ জন, নাটোর ২০৪৬ জন, জয়পুরহাট ২১৮০ জন, বগুড়া জেলায় ১২ হাজার ৪৬৪ জন, সিরাজগঞ্জ ৩৮০৩ জন ও পাবনা জেলায় ৩২৮০ জন। মৃত্যু হওয়া ৬২৩ জনের মধ্যে রাজশাহী ৯৮ জন, চাঁপাইনবাগঞ্জে ৬২ জন, নওগাঁ ৪৯ জন, নাটোর ৩১ জন, জয়পুরহাট ১৪ জন, বগুড়া ৩২২ জন, সিরাজগঞ্জ ২৫ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭৫ হাজার ২৭৮ জন।

এস/আর

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।