রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন রাজশাহী বিভাগে ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। এদিন বিভাগে গতদিনের তুলনায় ৫ জন কম শনাক্ত হয়েছে। প্রতিদিন করোনা শনাক্ত বাড়লেও এখনো মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানতে তেমন প্রবণতা দেখা যায়নি। কেউই স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা করছেনা। এতে আরো বাড়ছে সংক্রমণের ঝুঁকি। লকডাউন হচ্ছে ঢিলেঢালা। নগর ও আশেপাশের জেলা-উপজেলায় অটোরিক্সা ও সিএনজিতে গাদাগাদি করেই যাত্রী চলাচল করছে। বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৭
হাজার ৬৫৬ জনে। এরমধ্যে রাজশাহী জেলায় জেলায় ৬ হাজার ৭৭৪ জন। রাজশাহী জেলায় শনাক্ত হয়েছে ২৯ জন। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৫ হাজার ২৬৪ জন, বাঘা উপজেলায় ১৮৯ জন, চারঘাট উপজেলায় ১৮৪ জন, পুঠিয়া উপজেলায় ১৫৫ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২৩ জন, মোহনপুর উপজেলায় ১৫১ জন, তানোর উপজেলায় ১২৩ জন, পবা উপজেলায় ৩৪১ জন ও গোদাগাড়ীতে ১৫৮ জন। জেলার ৯টি উপজেলায় ১৫১০ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৬০ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৭ হাজার ৬৫৬ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১৮ জনের। এদিন নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৪ হাজার ৯৪৭ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৬৭৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮৬৪ জন, নওগাঁ ১৭৪৬ জন, নাটোর ১৩৩৭ জন, জয়পুরহাট ১৪৫৩ জন, বগুড়া জেলায় ১০ হাজার ৬৩৭ জন, সিরাজগঞ্জ ২৯৮০ জন ও পাবনা জেলায় ১৮৫৫ জন। মৃত্যু হওয়া ৪১৮ জনের মধ্যে রাজশাহী ৫৯ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৭ জন, নাটোর ১৪ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৬৫ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৭ হাজার ৬৪১ জন।
এস/আর