রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এদিন ১৭৮ জনের করোনা শনাক্ত হয়। যা গতদিনের তুলনায় ৫৪ জনের বেশি করোনা শনাক্ত হয়। আগের দিন শনাক্ত হয়েছিল ১২৪ জন। প্রতিদিনই করোনা শনাক্তে পূর্বের রেকর্ড ভাংছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ৮৭১ জনে। রাজশাহী জেলায় করোনা শনাক্ত ৮ হাজার ৩২০ জনের। রাজশাহী জেলায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের থেকে ৮ জনের বেশি শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ৬ হাজার ৭৩১ জন। বাঘা উপজেলায় ১৯৬ জন, চারঘাট উপজেলায় ২০৩ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯১ জন, বাগমারা উপজেলায় ১৩৪ জন, মোহনপুর উপজেলায় ১৬৪ জন, তানোর উপজেলায় ১২৯ জন, পবা উপজেলায় ৩৫০ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৮৯ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৭৮ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ৮৭১ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩০ জনের। এদিন নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩০ হাজার ৮৩৪ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৮৩২০ জন, চাঁপাইনবাবগঞ্জ ১২৯১ জন, নওগাঁ ২১৩৭ জন, নাটোর ১৬৫৫ জন, জয়পুরহাট ১৬৫১ জন, বগুড়া জেলায় ১২ হাজার ১৭৮ জন, সিরাজগঞ্জ ৩৬১৩ জন ও পাবনা জেলায় ৩০১৮ জন। মৃত্যু হওয়া ৫৩০ জনের মধ্যে রাজশাহী ৮০ জন, চাঁপাইনবাগঞ্জে ২৭ জন, নওগাঁ ৩৭ জন, নাটোর ২১ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ৩০৯ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭২ হাজার ১৬৯ জন।
এস/আর