নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮টি জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪ হাজার ৪৪৩ জন করোনা শনাক্ত রোগী। আর মৃত্যু হয়েছে ১৩৩ জনের। সুস্থ হওয়াদের মধ্যে রাজশাহী জেলায় ৭৬০ জন, চাঁপাইনবাবগঞ্জ ১৩৪ জন, নওগাঁ ৫৮১ জন, নাটোর ১২৩ জন, জয়পুরহাট ১৯০ জন, বগুড়া জেলায় ২ হাজার ১৭০ জন, সিরাজগঞ্জ ২৩২ জন ও পাবনা জেলায় ২৯৩ জন। মোট শনাক্ত হয়েছে ১০ হাজার ১৬৩ জন। শনাক্ত হওয়া ১০ হাজার ১৬৩ জনের মধ্যে বগুড়া জেলায় সবচাইতে বেশি ৪ হাজার ১৮০ জন, রাজশাহী জেলায় ২২০৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ২৯১ জন, নওগাঁ ৭৭৯ জন, নাটোর ৩৫১ জন, জয়পুরহাট ৬২৭ জন, সিরাজগঞ্জ ১০৫৯ জন ও পাবনা জেলায় ৬৭১ জন। বিভাগে মারা যাওয়া ১৩৩ জনের মধ্যে বগুড়া জেলায় ৮০ জন, রাজশাহী জেলায় ১৮ জন, সিরাজগঞ্জ জেলায় ১০ জন, পাবনা
জেলায় ৯ জন, নওগাঁয় ১২ জন, জয়পুরহাট ১ জন, নাটোরে ১ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮টি জেলার মধ্যে রাজশাহী জেলায় সবচাইতে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ৯৭ জন। রাজশাহী বিভাগের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ১৫৩৮ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৬৪৪ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫০ হাজার ৩৮৬ জন হোম কোয়ারেন্টাইনে ছিল।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।