রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ৯ জনের মৃত্যু ও ২৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৪ হাজার ৭৮ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৫৫৪ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ৭৭৫ জনের। এদিন ৫৯ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে বাঘা উপজেলায় ৭০৫ জন, চারঘাট উপজেলায় ৭৩৫ জন, পুঠিয়া উপজেলায় ৬৫৬ জন, দুর্গাপুর উপজেলায় ৫৫৭ জন, বাগমারা উপজেলায় ৪৬৩ জন, মোহনপুর উপজেলায় ৪০৩ জন, তানোর উপজেলায় ৪৫১ জন, পবা উপজেলায় ৬৪৬ জন ও গোদাগাড়ীতে ৫১৩ জন। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২৫৯ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৪ হাজার ৭৮ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৫৪ জনের। এদিন নতুন করে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮৪ হাজার ৯২৩ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৬ হাজার ৭৭৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৪৩৫ জন, নওগাঁ ৬২৭৯ জন, নাটোর ৭৮৪০ জন, জয়পুরহাট ৪৪২২ জন, বগুড়া জেলায় ২০ হাজার ৭৩১ জন, সিরাজগঞ্জ ১০ হাজার ৬৪৩ জন ও পাবনা জেলায় ১১৯৫৩ জন। মৃত্যু হওয়া ১৫৫৪ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৮৯ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪৬ জন, নওগাঁ ১৩১ জন, নাটোর ১৫৮ জন, জয়পুরহাট ৫৪ জন, বগুড়া ৬৪৭ জন, সিরাজগঞ্জ ৮৯ জন ও পাবনায় ৪০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১০৮৪৮৩ জন।
এস/আর