রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ৮ জনের মৃত্যু ও নতুন করে ৩৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪৬ হাজার ২৩৬ জন। এদিন গত দিনের থেকে ৩৬১ জনের কম করোনা শনাক্ত হয়েছে। গত কয়েকদিন ধরে রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। আগের দিন বিভাগে ৮০৮ জনের করোনা শনাক্ত হয়। আর মোট মৃত্যু হয়েছে ৭১৫ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৫৫ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১১ হাজার ৪৭১ জন। বাঘা উপজেলায় ২৭৪ জন, চারঘাট উপজেলায় ৩১১ জন, পুঠিয়া উপজেলায় ২৯৫ জন, দুর্গাপুর উপজেলায় ২১৮ জন, বাগমারা উপজেলায় ২৫৯ জন, মোহনপুর উপজেলায় ২২৯ জন, তানোর উপজেলায় ২৮১ জন, পবা উপজেলায় ৪০৮ জন ও গোদাগাড়ীতে ২৭২ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ২১ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩৪৭ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৪৬ হাজার ২৩৬ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭১৫ জনের। এদিন নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৪ হাজার ৮২৬ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১৩ হাজার ৭৫৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩৪৪১ জন, নওগাঁ ৩৩৬৬ জন, নাটোর ২৬০৫ জন, জয়পুরহাট ২৬৮৫ জন, বগুড়া জেলায় ১২ হাজার ৭৯৮ জন, সিরাজগঞ্জ ৩৯৮৪ জন ও পাবনা জেলায় ৩৫৬৪ জন। মৃত্যু হওয়া ৭১৫ জনের মধ্যে রাজশাহী ১২১ জন, চাঁপাইনবাগঞ্জে ৮৮ জন, নওগাঁ ৬০ জন, নাটোর ৩৯ জন, জয়পুরহাট ১৭ জন, বগুড়া ৩৪০ জন, সিরাজগঞ্জ ২৮ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭৮ হাজার ৩৫৭ জন।
এস/আর