রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে আরো ১৮৯ জনের করোনা শনাক্ত ও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৫ হাজার ৬৯৯ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৬০৫ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ১৯৪ জনের। রাজশাহী জেলাতেও কমেছে করোনা শনাক্তের হার। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে বাগমারা উপজেলায় ৪৬৬ জন, বাঘা উপজেলায় ৭৩২ জন, চারঘাট উপজেলায় ৭৪২ জন, দুর্গাপুর উপজেলায় ৫৬৮ জন, পুঠিয়া উপজেলায় ৬৫৮ জন, পবা উপজেলায় ৬৪৬ জন, তানোর উপজেলায় ৪৫১ জন, গোদাগাড়ী উপজেলায় ৫১৪ জন ও মোহনপুর উপজেলায় ৪০৫ জন। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৮৯ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৫ হাজার ৬৯৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬০৫ জনের। এদিন নতুন করে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮৯ হাজার ২৮৯ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৭ হাজার ১৯৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৪৯৮ জন, নওগাঁ ৬৩০৭ জন, নাটোর ৮০৮১ জন, জয়পুরহাট ৪৪৮২ জন, বগুড়া জেলায় ২১ হাজার ১৮ জন, সিরাজগঞ্জ ১০ হাজার ৮৫৬ জন ও পাবনা জেলায় ১২২৬৩ জন। মৃত্যু হওয়া ১৬০৫ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৯৬ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪৮ জন, নওগাঁ ১৩৮ জন, নাটোর ১৬৮ জন, জয়পুরহাট ৫৬ জন, বগুড়া ৬৬৪ জন, সিরাজগঞ্জ ৯৫ জন ও পাবনায় ৪০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১১০১৪৭ জন।
এস/আর