রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাস শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। শেষ ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে আরো ১৫৬ জনের করোনা শনাক্ত ও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৬ হাজার ২৯৭ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৬১৭ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৩৩২ জনের। রাজশাহী জেলাতেও কমেছে করোনা শনাক্তের হার। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে বাগমারা উপজেলায় ৪৬৭ জন, বাঘা উপজেলায় ৭৩৭ জন, চারঘাট উপজেলায় ৭৪৩ জন, দুর্গাপুর উপজেলায় ৫৭৩ জন, পুঠিয়া উপজেলায় ৬৬০ জন, পবা উপজেলায় ৬৪৮ জন, তানোর উপজেলায় ৪৫৩ জন, গোদাগাড়ী উপজেলায় ৫১৪ জন ও মোহনপুর উপজেলায় ৪০৭ জন। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৫৬ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৬ হাজার ২৯৭ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬১৭ জনের। এদিন নতুন করে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৯০ হাজার ৪০৪ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৭ হাজার ৩৩২ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৪৯৯ জন, নওগাঁ ৬৩১৭ জন, নাটোর ৮১৩০ জন, জয়পুরহাট ৪৫০৫ জন, বগুড়া জেলায় ২১ হাজার ১০৯ জন, সিরাজগঞ্জ ১১ হাজার ২৯ জন ও পাবনা জেলায় ১২৩৭৬ জন। মৃত্যু হওয়া ১৬১৭ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৯৯ জন, চাঁপাইনবাগঞ্জে ১৫২ জন, নওগাঁ ১৩৮ জন, নাটোর ১৬৯ জন, জয়পুরহাট ৫৬ জন, বগুড়া ৬৬৮ জন, সিরাজগঞ্জ ৯৫ জন ও পাবনায় ৪০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১১০৫৩৮ জন।
এস/আর