পর পর তৃতীয় দিনের মতো রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু শূন্য দিন গেল। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। তবে শনাক্ত হয়েছে ৪৪ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৗঁছেছে ৯৮ হাজার ৯৩ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৬৬০ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৭৯৬ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে বাগমারা উপজেলায় ৪৬৯ জন, বাঘা উপজেলায় ৬৬৩ জন, চারঘাট উপজেলায় ৭৪৫ জন, দুর্গাপুর উপজেলায় ৫৮০ জন, পুঠিয়া উপজেলায় ৬৬৩ জন, পবা উপজেলায় ৬৫০ জন, তানোর উপজেলায় ৪৫৮ জন, গোদাগাড়ী উপজেলায় ৫৫৩ জন ও মোহনপুর উপজেলায় ৪১০ জন। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৪৪ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৮ হাজার ৯৩ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৬০ জনের। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। সুস্থ হয়েছে ৯৪ হাজার ৪৮ জন। এরমধ্যে রাজশাহী জেলায় ২৭ হাজার ৭৯৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৬২১ জন, নওগাঁ ৬৩৬৮ জন, নাটোর ৮৩২৩ জন, জয়পুরহাট ৪৫৯০ জন, বগুড়া জেলায় ২১ হাজার ৪৭৩ জন, সিরাজগঞ্জ ১১ হাজার ৩০০ জন ও পাবনা জেলায় ১২৬২২ জন। মৃত্যু হওয়া ১৬৬০ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩১২ জন, চাঁপাইনবাগঞ্জে ১৫৭ জন, নওগাঁ ১৪১ জন, নাটোর ১৭২ জন, জয়পুরহাট ৫৯ জন, বগুড়া ৮৩ জন, সিরাজগঞ্জ ৯৬ জন ও পাবনায় ৪০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১১২৬৫১ জন।
এস/আর