রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু ও ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৭ হাজার ১৪৭ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৬৩৭ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৫৮৮ জনের। রাজশাহী জেলাতেও কমেছে করোনা শনাক্তের হার। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে বাগমারা উপজেলায় ৪৬৮ জন, বাঘা উপজেলায় ৭৪৯ জন, চারঘাট উপজেলায় ৭৪৪ জন, দুর্গাপুর উপজেলায় ৫৭৯ জন, পুঠিয়া উপজেলায় ৬৬১ জন, পবা উপজেলায় ৬৫০ জন, তানোর উপজেলায় ৪৫৬ জন, গোদাগাড়ী উপজেলায় ৫২৫ জন ও মোহনপুর উপজেলায় ৪১০ জন। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৯৬ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৭ হাজার ২৪৩ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৩৭ জনের। এদিন নতুন করে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৯২ হাজার ৬৯২ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৭ হাজার ৫৮৮ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৫৫৯ জন, নওগাঁ ৬৩৩৭ জন, নাটোর ৮২৩৮ জন, জয়পুরহাট ৪৫৫৬ জন, বগুড়া জেলায় ২১ হাজার ২৮২ জন, সিরাজগঞ্জ ১১ হাজার ১৭৭ জন ও পাবনা জেলায় ১২৫০৬ জন। মৃত্যু হওয়া ১৬৩৭ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩০৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৫৫ জন, নওগাঁ ১৪০ জন, নাটোর ১৭১ জন, জয়পুরহাট ৫৬ জন, বগুড়া ৬৭৪ জন, সিরাজগঞ্জ ৯৬ জন ও পাবনায় ৪০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১১১৩৮৬ জন।
এস/আর