সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ৪ জানুয়ারি ২০২১
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিভাগে করোনায় ২ জনের মৃত্যু, জেলায় শনাক্ত ১৩

khobor
জানুয়ারি ৪, ২০২১ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮ জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে ২৯ জনের করোনা শনাক্ত হয়। বিভাগে মোট ২৪ হাজার ৫৮১ জনের করোনা শনাক্ত হয়েছে ও মৃত্যু হয়েছে ৩৭২ জনের। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৮৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৩৬৮ জন, বাঘা উপজেলায় ১৮৪ জন, চারঘাট উপজেলায় ১৭৭ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪২ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩২ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৬৭ জন শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত দিনের তুলনায় এদিন বেশি করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ৫৮১ জনে। শনাক্তের মধ্যে ২২ হাজার ৩২৫ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৮৩৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১৭ জন, নওগাঁ ১৫৪৫ জন, নাটোর ১১৯৯ জন, জয়পুরহাট ১৩১৫ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৬৩৪ জন, সিরাজগঞ্জ ২৬১৫ জন ও পাবনা জেলায় ১৬১৭ জন। মৃত্যু হওয়া ৩৭২ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৫ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৩০ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৪ হাজার ৪৮২ জন।

এস/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।