রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু ও ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৭ হাজার ৮৬৯ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৬৫৮ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৭৪০ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে বাগমারা উপজেলায় ৪৬৮ জন, বাঘা উপজেলায় ৬৬২ জন, চারঘাট উপজেলায় ৭৪৫ জন, দুর্গাপুর উপজেলায় ৫৮০ জন, পুঠিয়া উপজেলায় ৬৬২ জন, পবা উপজেলায় ৬৫০ জন, তানোর উপজেলায় ৪৫৭ জন, গোদাগাড়ী উপজেলায় ৫৪৬ জন ও মোহনপুর উপজেলায় ৪১০ জন। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৭৭ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৭ হাজার ৮৬৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৫৮ জনের। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। ৯৩ হাজার ৬৩৯ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৭ হাজার ৭৪০ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৬০৯ জন, নওগাঁ ৬৩৬৩ জন, নাটোর ৮২৯৯ জন, জয়পুরহাট ৪৫৮১ জন, বগুড়া জেলায় ২১ হাজার ৪১৯ জন, সিরাজগঞ্জ ১১ হাজার ২৬৫ জন ও পাবনা জেলায় ১২৫৯৩ জন। মৃত্যু হওয়া ১৬৫৮ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩১২ জন, চাঁপাইনবাগঞ্জে ১৫৭ জন, নওগাঁ ১৪০ জন, নাটোর ১৭২ জন, জয়পুরহাট ৫৮ জন, বগুড়া ৮৩ জন, সিরাজগঞ্জ ৯৬ জন ও পাবনায় ৪০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১১১২১৯৭ জন।
এস/আর