রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো ২৩ জনের মৃত্যু ও নতুন করে ১০৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৬৬ হাজার ৭১৪ জন। নতুন করে ২৩ জনের মৃত্যু হয়েছে। এদিন গত দিনের থেকে ২৩৩ জনের কম করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আর মোট মৃত্যু হয়েছে ১০৫৩ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ১৬ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৬ হাজার ১০২ জন। বাঘা উপজেলায় ৪৭৪ জন, চারঘাট উপজেলায় ৫৫৫ জন, পুঠিয়া উপজেলায় ৫০৬ জন, দুর্গাপুর উপজেলায় ৪২০ জন, বাগমারা উপজেলায় ৩৯৩ জন, মোহনপুর উপজেলায় ৩১৯ জন, তানোর উপজেলায় ৩৬০ জন, পবা উপজেলায় ৫০৮ জন ও গোদাগাড়ীতে ৩৭৯ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৭ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। রাজশাহী জেলায় করোনায় মোট ১৯১ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১১৫৩ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৬৬ হাজার ৭১৪ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের। এদিন নতুন করে ২৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪৫ হাজার ৭৩৮ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২০ হাজার ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪৫০৩ জন, নওগাঁ ৫১৬৩ জন, নাটোর ৫০২৯ জন, জয়পুরহাট ৩৮২৯ জন, বগুড়া জেলায় ১৫ হাজার ৭০৭ জন, সিরাজগঞ্জ ৫৬৬৬ জন ও পাবনা জেলায় ৬৭৬০ জন। মৃত্যু হওয়া ১০৫৩ জনের মধ্যে রাজশাহী ১৯১ জন, চাঁপাইনবাগঞ্জে ১২২ জন, নওগাঁ ১০০ জন, নাটোর ৭৪ জন, জয়পুরহাট ৪১ জন, বগুড়া ৪৬৫ জন, সিরাজগঞ্জ ৩৩ জন ও পাবনায় ২৭ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৯১ হাজার ৩৩৮ জন।
এস/আর