নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনায় নতুন করে আরো ১ জনের মৃত্যু হয়েছে আর বিভাগে ১ দিনে করোনা শনাক্ত হয়েছে ৬১ জনের। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫৩ জন। আর মারা গেছে ৫১ জন। শনাক্তের বেশির ভাগ মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪০৪০ জন, বাঘা উপজেলায় ১৭৩ জন, চারঘাট উপজেলায় ১৭৪ জন, পুঠিয়া উপজেলায় ১৪৫ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২১ জন, মোহনপুর উপজেলায় ১৩৯ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩১৩ জন ও গোদাগাড়ীতে ১৪৩ জন। জেলার ৯টি উপজেলায় ১৪১৩ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৬১ জনের ও মৃত্যু হয়েছে ১ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩৩৫ জন ও শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২২ হাজার ২৭৮ জনে। শনাক্তের মধ্যে ২০ হাজার ৫২৭ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৪৫৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০৪ জন, নওগাঁ ১৩৯৩ জন, নাটোর ১১২৩ জন, জয়পুরহাট ১১৮৭ জন, বগুড়া জেলায় ৮ হাজার ৬৭৩ জন, সিরাজগঞ্জ ২৩৪৩ জন ও পাবনা জেলায় ১৩০২ জন। মৃত্যু হওয়া ৩৩৪ জনের মধ্যে রাজশাহী ৫১ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৪ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ২০৩ জন, সিরাজগঞ্জ ১৪ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬২ হাজার ২৩৬ জন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।