নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় ১০ জন ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৭ জন। আর মারা গেছে ৫০ জন। শনাক্তের বেশির ভাগ মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৯৭৯ জন, বাঘা উপজেলায় ১৭২ জন, চারঘাট উপজেলায় ১৬৮ জন, পুঠিয়া উপজেলায় ১৪০ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২০ জন, মোহনপুর উপজেলায় ১৩৭ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩০৭ জন ও গোদাগাড়ীতে ১৩৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৮৮ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৫৯ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩২৮ জন ও শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৯০৯ জন। শনাক্তের মধ্যে ২০ হাজার ৩৩১ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ২১ হাজার ৯০৯ জনের মধ্যে রাজশাহী জেলায় ৫৩৬৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০৩ জন, নওগাঁ ১৩৭৪ জন, নাটোর ১০৯১ জন, জয়পুরহাট ১১৭৭ জন, বগুড়া জেলায় ৮ হাজার ৪৬১ জন, সিরাজগঞ্জ ২৩১৪ জন ও পাবনা জেলায় ১২৭৩ জন। মৃত্যু হওয়া ৩২৭ জনের মধ্যে রাজশাহী ৫০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২২ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৯৯ জন, সিরাজগঞ্জ ১৪ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬১ হাজার ৮৬৫ জন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।