রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু ও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নতুন করে ১ জনের মৃত্যু হয়। তবে শনাক্ত হয়েছে ৬২ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৗঁছেছে ৯৮ হাজার ১৯৯ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৬৬২ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৮১০ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে বাগমারা উপজেলায় ৪৬৯ জন, বাঘা উপজেলায় ৬৬৪ জন, চারঘাট উপজেলায় ৭৪৭ জন, দুর্গাপুর উপজেলায় ৫৮১ জন, পুঠিয়া উপজেলায় ৬৬৩ জন, পবা উপজেলায় ৬৫০ জন, তানোর উপজেলায় ৪৫৮ জন, গোদাগাড়ী উপজেলায় ৫৫৪ জন ও মোহনপুর উপজেলায় ৪১০ জন। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬২ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৮ হাজার ১৯৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৬২ জনের। এদিন নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৯৪ হাজার ১০৩ জন। এরমধ্যে রাজশাহী জেলায় ২৭ হাজার ৮৩২ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৬২৯ জন, নওগাঁ ৬৩৭৫ জন, নাটোর ৮৩২৭ জন, জয়পুরহাট ৪৫৯৪ জন, বগুড়া জেলায় ২১ হাজার ৪৯৪ জন, সিরাজগঞ্জ ১১ হাজার ৩১৪ জন ও পাবনা জেলায় ১২৬৩৪ জন। মৃত্যু হওয়া ১৬৬২ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩১৩ জন, চাঁপাইনবাগঞ্জে ১৫৭ জন, নওগাঁ ১৪১ জন, নাটোর ১৭২ জন, জয়পুরহাট ৫৯ জন, বগুড়া ৮৪ জন, সিরাজগঞ্জ ৯৬ জন ও পাবনায় ৪০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১১২৭৫৭ জন।
এস/আর