নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় ১০ জন ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৩ জন। আর মারা গেছে ৫০ জন। শনাক্তের বেশির মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৯৩৩ জন, বাঘা উপজেলায় ১৭২ জন, চারঘাট উপজেলায় ১৬৬ জন, পুঠিয়া উপজেলায় ১৩৬ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২০ জন, মোহনপুর উপজেলায় ১৩৭ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩০৬ জন ও গোদাগাড়ীতে ১৩৮ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৮০ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৩৮ জনের ও ১ জনের মৃত্যু হয়েছে। নওগাঁয় করোনা আক্রান্ত ১ জনের মৃত্যু হয়। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২৪ জনের ও শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৬২৭ জনের। শনাক্তের মধ্যে ২০ হাজার ১৫৯ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ২১ হাজার ৬২৭ জনের মধ্যে রাজশাহী জেলায় ৫৩১৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০১ জন, নওগাঁ ১৩৭৪ জন, নাটোর ১০৮৫ জন, জয়পুরহাট ১১৬৫
জন, বগুড়া জেলায় ৮ হাজার ৩৩০ জন, সিরাজগঞ্জ ২২৯৯ জন ও পাবনা জেলায় ১২৬২ জন। মৃত্যু হওয়া ৩২৪ জনের মধ্যে রাজশাহী ৫০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২২ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৯৬ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬১ হাজার ৫৬৩ জন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।