নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে আরো ১ জনের মৃত্যু হয় ও নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গতদিনের তুলনায় এদিন কয়েকজন বেশি করোনা শনাক্ত হয়। তবে এদিনও রাজশাহী জেলায় করোনা শনাক্ত শুন্য ছিল। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ২২৮ জনে। মৃত্যু হয়েছে ৩৮৯ জনের। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৯৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৪৭০ জন, বাঘা উপজেলায় ১৮৭ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৮ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩৪ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৮০ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নতুন করে ১ জনের মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ২২৮ জনে। মৃত্যু হয়েছে ৩৮৯ জনের। এরমধ্যে ২৩ হাজার ৫৬৮ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৯৫০ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮২০ জন, নওগাঁ ১৬০৮ জন, নাটোর ১২২৬ জন, জয়পুরহাট ১৩৫২ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৮৭৩ জন, সিরাজগঞ্জ ২৭২৫ জন ও পাবনা জেলায় ১৬৬৬ জন। বিভাগে বগুড়া জেলায় একজেনর মৃত্যু হয়। মৃত্যু হওয়া ৩৮৯ জনের মধ্যে রাজশাহী ৫৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৪৪ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৫ হাজার ৩৮১ জন।
এস/আর