নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে বিভাগের ৮ জেলায় আরো ২৩ জন ও জেলায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ৩৮০ জনের মৃত্যু হয়েছে। গতদিনের তুলনায় এদিন বেশি মানুষের করোনা শনাক্ত হয়। বিভাগে মোট ২৪ হাজার ৯১২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৯০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৪২৫ জন, বাঘা উপজেলায় ১৮৬ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৬ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩৪ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৭৭ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় নতুন করে আরো ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গতদিনের তুলনায় এদিন কম মানুষের করোনা শনাক্ত হয়। নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট ২৪ হাজার ৯১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ২৩ হাজার ১৩ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৯০২ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১৮ জন, নওগাঁ ১৫৭৮ জন, নাটোর ১২২০ জন, জয়পুরহাট ১৩৪৩ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৭০৫ জন, সিরাজগঞ্জ ২৬৯৩ জন ও পাবনা জেলায় ১৬৪৫ জন। মৃত্যু হওয়া ৩৮০ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৩৭ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৪ হাজার ৯০৯ জন।
এস/আর