নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮ জেলায় নতুন করে করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগে ২৩ জন ও রাজশাহী জেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত দিনের তুলনায় এদিন কম মানুষের করোনা শনাক্ত হয়। বিভাগে মোট ২৪ হাজার ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৮৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৪০৩ জন, বাঘা উপজেলায় ১৮৬ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৫ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩২ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৭৪ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। বিভাগে করোনা ভাইরাসে নতুন করে আরো ২৩ জন শনাক্ত হয়েছে। গত দিনের তুলনায় এদিন কম করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ৭৯৩ জনে। শনাক্তের মধ্যে ২২ হাজার ৭৬৭ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৮৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১৮ জন, নওগাঁ ১৫৬৭ জন, নাটোর ১২১৪ জন, জয়পুরহাট ১৩৩৩ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৬৮১ জন, সিরাজগঞ্জ ২৬৫৬ জন ও পাবনা জেলায় ১৬২৯ জন। মৃত্যু হওয়া ৩৭৮ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৩৫ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৪ হাজার ৭৬৬ জন।
এস/আর