নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে গত ঘণ্টায় নতুন করে আরো ১ জনের মৃত্যু হয়েছে। বিভাগের ৮টি জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩০ জন ও জেলায় ৪ জনের। যা গতদিনের তুলনায় কম। বিভাগে মোট ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট ২৪ হাজার ৩০২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৭৯৫ জনের করোনা শনাক্ত। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৩৩৪ জন, বাঘা উপজেলায় ১৮০ জন, চারঘাট উপজেলায় ১৭৭ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪০ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩২ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৬১ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত দিনের তুলনায় এদিন কম করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ৩০২ জনে। শনাক্তের মধ্যে ২২ হাজার ৯৪ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৭৯৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১৭ জন, নওগাঁ ১৫১৫ জন, নাটোর ১১৭৯ জন, জয়পুরহাট ১২৮৮ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৫৫০ জন, সিরাজগঞ্জ ২৫৫৭ জন ও পাবনা জেলায় ১৫৯৭ জন। মৃত্যু হওয়া ৩৬৪ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৫ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২২৩ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৪ হাজার ১৮৮ জন।
এস/আর