নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনায় নতুন করে আরো ১ জনের মৃত্যু ও ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ৮টি জেলায় মোট ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। আর রাজশাহী জেলায় নতুন করে আরো ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের তুলনায় কম। বিভাগে মোট ২২ হাজার ৮৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৫৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছে ৫২ জন। শনাক্তের বেশির ভাগ মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪১৪১ জন, বাঘা উপজেলায় ১৭৬ জন, চারঘাট উপজেলায় ১৭৫ জন, পুঠিয়া উপজেলায় ১৪৬ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২১ জন, মোহনপুর উপজেলায় ১৩৯ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩২০ জন ও গোদাগাড়ীতে ১৪৬ জন। জেলার ৯টি উপজেলায় ১৪২৮ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে ও নতুনভাবে শনাক্ত হয়েছে ১০৮ জনের। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২২ হাজার ৭৭৩ জনে। শনাক্তের মধ্যে ২০ হাজার ৮৮০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৫৬৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০৭ জন, নওগাঁ ১৪২৪ জন, নাটোর ১১৩৮ জন, জয়পুরহাট ১২১১ জন, বগুড়া জেলায় ৮ হাজার ৯৩৩ জন, সিরাজগঞ্জ ২৩৮৯ জন ও পাবনা জেলায় ১৪১০ জন। মৃত্যু হওয়া ৩৪৫ জনের মধ্যে রাজশাহী ৫২ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৪ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ২১১ জন, সিরাজগঞ্জ ১৫ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬২ হাজার ৭২৯ জন।
এস/আর