রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮০৮ জনের করোনা শনাক্ত ও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮৪ হাজার ৫৭৯ জন। এদিন গত দিনের থেকে ৮৪ জনের কম করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ১৩৪৪ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ৪১২ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৯ হাজার ৬৮৫ জন। বাঘা উপজেলায় ৬১৬ জন, চারঘাট উপজেলায় ৭০১ জন, পুঠিয়া উপজেলায় ৬১০ জন, দুর্গাপুর উপজেলায় ৫০৬ জন, বাগমারা উপজেলায় ৪৪২ জন, মোহনপুর উপজেলায় ৩৭৫ জন, তানোর উপজেলায় ৪০৭ জন, পবা উপজেলায় ৬২৫ জন ও গোদাগাড়ীতে ৪৪৬ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৯ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৭২৪ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮৪ হাজার ৫৭৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩৪৪ জনের। এদিন নতুন করে ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬১ হাজার ৩০৫ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৪ হাজার ৪১২ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫০৬৯ জন, নওগাঁ ৫৯৭৩ জন, নাটোর ৬৯০৯ জন, জয়পুরহাট ৪২১৮ জন, বগুড়া জেলায় ১৯ হাজার ১১৮ জন, সিরাজগঞ্জ ৮৬০৫ জন ও পাবনা জেলায় ১০২৩১ জন। মৃত্যু হওয়া ১৩৪৪ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৪৬ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪০ জন, নওগাঁ ১২০ জন, নাটোর ১১৮ জন, জয়পুরহাট ৫০ জন, বগুড়া ৫৭০ জন, সিরাজগঞ্জ ৬৬ জন ও পাবনায় ৩৪ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১০১২৩৬ জন।
এস/আর