রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৯ জনের মৃত্যু ও নতুন করে ৪২৬ জনের করোনা শনাক্ত ও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৫৮ হাজার ৩১০ জন। এদিন গত দিনের থেকে ৫৯৫ জনের কম করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আর মোট মৃত্যু হয়েছে ৯২৯ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৯৪৫ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৪ হাজার ৫৩৭ জন। বাঘা উপজেলায় ৪০৪ জন, চারঘাট উপজেলায় ৪৫০ জন, পুঠিয়া উপজেলায় ৪২৯ জন, দুর্গাপুর উপজেলায় ৩৬২ জন, বাগমারা উপজেলায় ৩৫১ জন, মোহনপুর উপজেলায় ৩০৩ জন, তানোর উপজেলায় ৩৩৩ জন, পবা উপজেলায় ৪৫২ জন ও গোদাগাড়ীতে ৩১৪ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ২৬ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। জেলায় মৃত্যু হয়েছে ১৭১ জনের।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৪২৬ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৫৮ হাজার ৩১০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯২৯ জনের। এদিন নতুন করে ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪০ হাজার ৫২৬ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১৭ হাজার ৯৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪২৫১ জন, নওগাঁ ৪৬৮৮ জন, নাটোর ৩৯২৬ জন, জয়পুরহাট ৩৫২১ জন, বগুড়া জেলায় ১৪ হাজার ১৮৫ জন, সিরাজগঞ্জ ৪৭০৩ জন ও পাবনা জেলায় ৫০৫৫ জন। মৃত্যু হওয়া ৯২৯ জনের মধ্যে রাজশাহী ১৭১ জন, চাঁপাইনবাগঞ্জে ১১৪ জন, নওগাঁ ৮৭ জন, নাটোর ৬০ জন, জয়পুরহাট ২৯ জন, বগুড়া ৪১৪ জন, সিরাজগঞ্জ ৩০ জন ও পাবনায় ২৪ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৮৫ হাজার ৬১৭ জন।
এস/আর