রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯০৬ জনের করোনা শনাক্ত ও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৭৮ হাজার ২৯৫ জন। এদিন গত দিনের থেকে ৪৯৯ জনের কম করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আর মোট মৃত্যু হয়েছে ১২৩৩ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৭২৪ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৮ হাজার ৩২০ জন। বাঘা উপজেলায় ৫৪৬ জন, চারঘাট উপজেলায় ৬৩৩ জন, পুঠিয়া উপজেলায় ৫৮৭ জন, দুর্গাপুর উপজেলায় ৪৬৫ জন, বাগমারা উপজেলায় ৪৩১ জন, মোহনপুর উপজেলায় ৩৩৯ জন, তানোর উপজেলায় ৩৮১ জন, পবা উপজেলায় ৫৭৮ জন ও গোদাগাড়ীতে ৪৩০ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৬ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। রাজশাহী জেলায় করোনায় মোট ১৯১ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৯০৬ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৭৮ হাজার ২৯৫ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৩৩ জনের। এদিন নতুন করে ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫৪ হাজার ৯৭২ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২২ হাজার ৭২৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪৮২৪ জন, নওগাঁ ৫৭৭৪ জন, নাটোর ৬২১১ জন, জয়পুরহাট ৪০৯৬ জন, বগুড়া জেলায় ১৮ হাজার ৯৪ জন, সিরাজগঞ্জ ৭৪৫৫ জন ও পাবনা জেলায় ৯০৭৫ জন। মৃত্যু হওয়া ১২৩৩ জনের মধ্যে রাজশাহী জেলায় ২২৩ জন, চাঁপাইনবাগঞ্জে ১৩৩ জন, নওগাঁ ১১৫ জন, নাটোর ১০৩জন, জয়পুরহাট ৪৮ জন, বগুড়া ৫২৬ জন, সিরাজগঞ্জ ৫২ জন ও পাবনায় ৩৩ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৯৭ হাজার ৬২১ জন।
এস/আর