রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯০৮ জনের করোনা শনাক্ত ও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৭৯ হাজার ২০৩ জন। এদিন গত দিনের থেকে ২ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ১২৫০ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৯৯১ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৮ হাজার ৫৩৫ জন। বাঘা উপজেলায় ৫৬১ জন, চারঘাট উপজেলায় ৬৪২ জন, পুঠিয়া উপজেলায় ৫৮৯ জন, দুর্গাপুর উপজেলায় ৪৭৬ জন, বাগমারা উপজেলায় ৪৩৪ জন, মোহনপুর উপজেলায় ৩৪৭ জন, তানোর উপজেলায় ৩৮৩ জন, পবা উপজেলায় ৫৮০ জন ও গোদাগাড়ীতে ৪৩০ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৭ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। রাজশাহী জেলায় করোনায় মোট ১৯১ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৯০৮ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৭৯ হাজার ২০৩ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৫০ জনের। এদিন নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫৫ হাজার ৮৫৫ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২২ হাজার ৯৯১ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪৮৩১ জন, নওগাঁ ৫৭৯৫ জন, নাটোর ৬৩৫২ জন, জয়পুরহাট ৪১০৮ জন, বগুড়া জেলায় ১৮ হাজার ২৬৪ জন, সিরাজগঞ্জ ৭৫৪৩ জন ও পাবনা জেলায় ৯২৭৭ জন। মৃত্যু হওয়া ১২৫০ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৩০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৩৬ জন, নওগাঁ ১১৬ জন, নাটোর ১০৬ জন, জয়পুরহাট ৪৮ জন, বগুড়া ৫২৭ জন, সিরাজগঞ্জ ৫৪ জন ও পাবনায় ৩৩ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৯৮ হাজার ১৮৩ জন।
এস/আর