রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৫ জনের মৃত্যু ও ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৩ হাজার ৮১৯ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৫৪৫ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ৭০০ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। বাঘা উপজেলায় ৭০২ জন, চারঘাট উপজেলায় ৭৩৫ জন, পুঠিয়া উপজেলায় ৬৫৬ জন, দুর্গাপুর উপজেলায় ৫৫৭ জন, বাগমারা উপজেলায় ৪৬৩ জন, মোহনপুর উপজেলায় ৪০৩ জন, তানোর উপজেলায় ৪৫০ জন, পবা উপজেলায় ৬৪৬ জন ও গোদাগাড়ীতে ৫১৩ জন। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২০০ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৩ হাজার ৮১৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৪৫ জনের। এদিন নতুন করে ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮৪ হাজার ২৬ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৬ হাজার ৭০০ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৪২৫ জন, নওগাঁ ৬২৫৮ জন, নাটোর ৭৮০৫ জন, জয়পুরহাট ৪৪১৪ জন, বগুড়া জেলায় ২০ হাজার ৬৮৫ জন, সিরাজগঞ্জ ১০ হাজার ৬১৮ জন ও পাবনা জেলায় ১১৯১৪ জন। মৃত্যু হওয়া ১৫৪৫ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৮৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪৬ জন, নওগাঁ ১৩১ জন, নাটোর ১৫৫ জন, জয়পুরহাট ৫৪ জন, বগুড়া ৬৪৫ জন, সিরাজগঞ্জ ৮৯ জন ও পাবনায় ৪০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১০৮২১০ জন।
এস/আর