রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮৮৭ জনের করোনা শনাক্ত ও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৭৫ হাজার ৮৮ জন। এদিন গত দিনের থেকে ২১৫ জনের কম করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আর মোট মৃত্যু হয়েছে ১১৭৪ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ১৪ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৭ হাজার ৭২০ জন। বাঘা উপজেলায় ৫২৮ জন, চারঘাট উপজেলায় ৬১৯ জন, পুঠিয়া উপজেলায় ৫৭৭ জন, দুর্গাপুর উপজেলায় ৪৫৯ জন, বাগমারা উপজেলায় ৪২১ জন, মোহনপুর উপজেলায় ৩৩৩ জন, তানোর উপজেলায় ৩৭৫ জন, পবা উপজেলায় ৫৫৮ জন ও গোদাগাড়ীতে ৪১৭ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৩ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। রাজশাহী জেলায় করোনায় মোট ১৯১ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮৮৭ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৭৫ হাজার ৮৮ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১৭৪ জনের। এদিন নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫১ হাজার ৩০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২২ হাজার ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪৭৩৮ জন, নওগাঁ ৫৬০৪ জন, নাটোর ৫৮৭৭ জন, জয়পুরহাট ৪০১৯ জন, বগুড়া জেলায় ১৭ হাজার ২৪৬ জন, সিরাজগঞ্জ ৬৮৪৪ জন ও পাবনা জেলায় ৮৬৮৪ জন। মৃত্যু হওয়া ১১৭৪ জনের মধ্যে রাজশাহী জেলায় ২১২ জন, চাঁপাইনবাগঞ্জে ১২৯ জন, নওগাঁ ১১৪ জন, নাটোর ৯৬ জন, জয়পুরহাট ৪৬ জন, বগুড়া ৫০২ জন, সিরাজগঞ্জ ৪৩ জন ও পাবনায় ৩২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৯৫ হাজার ৯০৯ জন।
এস/আর