রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ১১ জনের মৃত্যু ও ৪১৫ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৩ হাজার ১৫১ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৫১৭ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ৪৯১ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। বাঘা উপজেলায় ৬৯২ জন, চারঘাট উপজেলায় ৭৩৩ জন, পুঠিয়া উপজেলায় ৬৫৩ জন, দুর্গাপুর উপজেলায় ৫৪৫ জন, বাগমারা উপজেলায় ৪৬৩ জন, মোহনপুর উপজেলায় ৩৯৪ জন, তানোর উপজেলায় ৪৫০ জন, পবা উপজেলায় ৬৪৬ জন ও গোদাগাড়ীতে ৪০৩ঃয৬ঃয৬৭ঁট জন। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৪১৫ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৩ হাজার ১৫১ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫১৭ জনের। এদিন নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮০ হাজার ৪৭৩ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৬ হাজার ৪৯১ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৩৯৩ জন, নওগাঁ ৬২৩৪ জন, নাটোর ৭৭৬৯ জন, জয়পুরহাট ৪৩৯৬ জন, বগুড়া জেলায় ২০ হাজার ৫৫০ জন, সিরাজগঞ্জ ১০ হাজার ৫৭৩ জন ও পাবনা জেলায় ১১৭৪৫ জন। মৃত্যু হওয়া ১৫১৭ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৭৮ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪৫ জন, নওগাঁ ১৩০ জন, নাটোর ১৫৩ জন, জয়পুরহাট ৫৪ জন, বগুড়া ৬৩২ জন, সিরাজগঞ্জ ৮৫ জন ও পাবনায় ৪০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১০৭৭৫১ জন।
এস.আর