রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৪ জনের মৃত্যু ও ১০০৪ জন নতুন করে শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৬৩ হাজার ৬৯৫ জন। নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে। এদিন গত দিনের থেকে ৭ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আর মোট মৃত্যু হয়েছে ৯৯৮ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৩৫০ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৫ হাজার ৫৫৬ জন। বাঘা উপজেলায় ৪৪৯ জন, চারঘাট উপজেলায় ৫২২ জন, পুঠিয়া উপজেলায় ৪৮৮ জন, দুর্গাপুর উপজেলায় ৪০৫ জন, বাগমারা উপজেলায় ৩৮৬ জন, মোহনপুর উপজেলায় ৩১৭ জন, তানোর উপজেলায় ৩৫৩ জন, পবা উপজেলায় ৪৯৫ জন ও গোদাগাড়ীতে
৩৬৯ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৯ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। জেলায় মৃত্যু হয়েছে ১৭১ জনের।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১০০৪ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৬৩ হাজার ৬৯৫ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৯৮ জনের। এদিন নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪৩ হাজার ৪৮৬ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১৯ হাজার ৩৫০ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪৪৩৪ জন, নওগাঁ ৫০৩৪ জন, নাটোর ৪৬৬৩ জন, জয়পুরহাট ৩৭৫৮ জন, বগুড়া জেলায় ১৫ হাজার ২৫৭ জন, সিরাজগঞ্জ ৫১৬৮ জন ও পাবনা জেলায় ৫৯৯৫ জন। মৃত্যু হওয়া ৯৯৮ জনের মধ্যে রাজশাহী ১৮১ জন, চাঁপাইনবাগঞ্জে ১২০ জন, নওগাঁ ৯৬ জন, নাটোর ৬৫ জন, জয়পুরহাট ৩৬ জন, বগুড়া ৪৪৪ জন, সিরাজগঞ্জ ৩০ জন ও পাবনায় ২৬ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৮৯ হাজার ৬৫১ জন।
এস/আর