রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৩ জনের মৃত্যু ও নতুন করে ৭৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪৮ হাজার ৮১৯ জন। এদিন গত দিনের থেকে ৩৬ জনের কম করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। আর মোট মৃত্যু হয়েছে ৭৫০ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৩০ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১২ হাজার ৬৮ জন। বাঘা উপজেলায় ২৯৯ জন, চারঘাট উপজেলায় ৩৩৫ জন, পুঠিয়া উপজেলায় ৩১৯ জন, দুর্গাপুর উপজেলায় ২৭১ জন, বাগমারা উপজেলায় ২৯৭ জন, মোহনপুর উপজেলায় ২৪৩ জন, তানোর উপজেলায় ২৯৭ জন, পবা উপজেলায় ৪২১ জন ও গোদাগাড়ীতে ২৮০ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৯ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৭৬৩ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৪৮ হাজার ৮১৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৬৩ জনের। এদিন নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৫ হাজার ৮৩৫ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১৪ হাজার ৮৩০ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩৬৫৬ জন, নওগাঁ ৩৭১৭ জন, নাটোর ২৮৯৭ জন, জয়পুরহাট ২৯৩১ জন, বগুড়া জেলায় ১২ হাজার ৯৯২ জন, সিরাজগঞ্জ ৪০৫৯ জন ও পাবনা জেলায় ৩৭০০ জন। মৃত্যু হওয়া ৭৫০ জনের মধ্যে রাজশাহী ১২৬ জন, চাঁপাইনবাগঞ্জে ৯৫ জন, নওগাঁ ৬৪ জন, নাটোর ৪৩ জন, জয়পুরহাট ২১ জন, বগুড়া ৩৫১ জন, সিরাজগঞ্জ ২৮ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭৯ হাজার ৯৭১ জন।
এস/আর