রাজশাহী বিভাগে ৮টি জেলায় প্রতিদিনই কমছে করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ও শনাক্তের হার। আগের দিন শেষ ২৪ ঘণ্টায় বিভাগের ৮টি জেলায় ২৭৫ জনের করোনা শনাক্ত হয় ও নতুন করে ৯ জনের মৃত্যু হয়। তার আগের দিনও শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কম ছিল। শেষ ২৪ ঘণ্টায় ৮টি জেলায় ২৪৯ জনের করোনা শনাক্ত ও ১১ জনের মৃত্যু হয়েছে। গতদিনের তুলনায় ২৬ জনের কম করোনা শনাক্ত হলেও ২ জনের মৃত্যু বেশি হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৪ হাজার ৬০২ জন। আর মোট মৃত্যু হয়েছে ১৫৭১ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ৮৯৩ জনের। রাজশাহী জেলাতেও কমেছে করোনা শনাক্তের হার। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে বাঘা উপজেলায় ৭১৩ জন, চারঘাট উপজেলায় ৭৩৮ জন, পুঠিয়া উপজেলায় ৬৫৬ জন, দুর্গাপুর উপজেলায় ৫৬১ জন, বাগমারা উপজেলায় ৪৬৩ জন, মোহনপুর উপজেলায় ৪০৪ জন, তানোর উপজেলায় ৪৫১ জন, পবা উপজেলায় ৬৪৬ জন ও গোদাগাড়ীতে ৫১৩ জন। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২৪৯ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯৪ হাজার ৬০২ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৭১ জনের। এদিন নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৮৬ হাজার ৩৪২ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৬ হাজার ৮৯৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৪৪৫ জন, নওগাঁ ৬২৯০ জন, নাটোর ৭৮৯৫ জন, জয়পুরহাট ৪৪৫৮ জন, বগুড়া জেলায় ২০ হাজার ৮৫২ জন, সিরাজগঞ্জ ১০ হাজার ৬৯৭ জন ও পাবনা জেলায় ১২০৭২ জন। মৃত্যু হওয়া ১৫৭১ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৯০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪৮ জন, নওগাঁ ১৩৩ জন, নাটোর ১৬৩ জন, জয়পুরহাট ৫৪ জন, বগুড়া ৬৫২ জন, সিরাজগঞ্জ ৯১ জন ও পাবনায় ৪০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১০৯১১০ জন।
এস/আর