রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে কারো মৃত্যু না হলেও শেষ ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা বেড়েছে দেড়গুণেরও বেশিভ। এদিন ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ২১৩ জনে। আগের দিন বিভাগে ৮২ জনের করোনা শনাক্ত ও ২ জনের মৃত্যু হয়। গত দিনের তুলনায় ৪২ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনা শনাক্ত ৮ হাজার ১০০ জনের। রাজশাহী জেলায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের থেকে কম শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির রাজশাহী মহানগর এলাকায় ৬ হাজার ৫২০ জন। বাঘা উপজেলায় ১৯৬ জন, চারঘাট উপজেলায় ২০২ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯১ জন, বাগমারা উপজেলায় ১২৬ জন, মোহনপুর উপজেলায় ১৬৩ জন, তানোর উপজেলায় ১২৯ জন, পবা উপজেলায় ৩৫০ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৮০ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১২৪ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ২১৩ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১৭ জনের। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। এরমধ্যে ৩০ হাজার ৩৩৮ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৮১০০ জন, চাঁপাইনবাবগঞ্জ ১১৩৮ জন, নওগাঁ ২১০১ জন, নাটোর ১৬০২ জন, জয়পুরহাট ১৬২৮ জন, বগুড়া জেলায় ১২ হাজার ১১৩ জন, সিরাজগঞ্জ ৩৫৬০ জন ও পাবনা জেলায় ২৯৬৩ জন। মৃত্যু হওয়া ৫১৭ জনের মধ্যে রাজশাহী ৭৭ জন, চাঁপাইনবাগঞ্জে ২২ জন, নওগাঁ ৩৬ জন, নাটোর ২০ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ৩০৭ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ২১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭১ হাজার ৭৪০ জন।
এস/আর