নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়েছে ও রাজশাহী জেলায় ৫ জন ও বিভাগের ৮টি জেলায় নতুন করে শনাক্ত হয়েছে ৮০ জন। বিভাগে মোট ২৩ হাজার ৪০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৬৩৩ জনের করোনা শনাক্ত। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪১৯৬ জন, বাঘা উপজেলায় ১৭৮ জন, চারঘাট উপজেলায় ১৭৬ জন, পুঠিয়া উপজেলায় ১৪৭ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৩৯ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩২১ জন ও গোদাগাড়ীতে ১৪৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৩৭ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৩ হাজার ৪০৮ জনে। শনাক্তের মধ্যে ২১ হাজার ২১৪ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৬৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০৮ জন, নওগাঁ ১৪৬৫ জন, নাটোর ১১৬০ জন, জয়পুরহাট ১২২৮ জন, বগুড়া জেলায় ৯ হাজার ১৭৪ জন, সিরাজগঞ্জ ২৪৪৫ জন ও পাবনা জেলায় ১৪৯৫ জন। মৃত্যু হওয়া ৩৫১ জনের মধ্যে রাজশাহী ৫৩ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৪ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৮ জন, বগুড়া ২১৪ জন, সিরাজগঞ্জ ২১৬ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৩ হাজার ৩১০ জন।
এস/আর