নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বিভাগের ৮টি জেলায় আরো ৩৪১ জনের করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজশাহী বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮১৫ জন। আর এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের। বিভাগে নতুন করে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। ৯ হাজার ৮১৫ জনের মধ্যে বগুড়া জেলায় সবচাইতে বেশি ৪ হাজার ৫১ জন, রাজশাহী জেলায় ২০৩৯ জন,
চাঁপাইনবাবগঞ্জ ২৮৬ জন, নওগাঁ ৭৭৯ জন, নাটোর ৩৪০ জন, জয়পুরহাট ৬২৫ জন, সিরাজগঞ্জ ১০২৪ জন ও পাবনা জেলায় ৬৭১ জন।
বিভাগে মারা যাওয়া ১২৭ জনের মধ্যে বগুড়া জেলায় ৭৮ জন, রাজশাহী জেলায় ১৭ জন, সিরাজগঞ্জ জেলায় ১২ জন, পাবনা জেলায় ৯ জন, নওগাঁয় ১১ জন, জয়পুরহাট ০ জন, নাটোরে ১ জন। সুস্থ হয়েছে ৪ হাজার ৭৪ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় বেশি শনাক্ত হয়েছে।
বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। বিভাগের ৮টি জেলার মধ্যে করোনা শনাক্ত রোগীর সংখ্যা সবচাইতে কম চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৬৯ জন। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ১৪১৩ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৫১৬ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫০ হাজার ৩৮জন হোম কোয়ারেন্টাইনে ছিল।
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনা থেকে বাঁচতে শারীরিক দূরত্ব মেনে চলা ও সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এমকে