রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ৭ জনের মৃত্যু ও নতুন করে সর্বোচ্চ ৬৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৯ হাজার ৭৪৫ জন। বিশেষ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা দ্রুত হারে বাড়ছে। শনাক্তের সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে তুলনামূলকভাবে অনেক বেড়েছে। আগের দিন বিভাগে ৬৭৩ জনের করোনা শনাক্ত হয়। এদিন ৩১ জনের কম করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ৬১৬ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৬৭৪ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ৮ হাজার ৭১১ জন। বাঘা উপজেলায় ২০৯ জন, চারঘাট উপজেলায় ২২৪ জন, পুঠিয়া উপজেলায় ২১৯ জন, দুর্গাপুর উপজেলায় ১২৯ জন, বাগমারা উপজেলায় ১৮৪ জন, মোহনপুর উপজেলায় ১৮০ জন, তানোর উপজেলায় ২০০ জন, পবা উপজেলায় ৩৬৭ জন ও গোদাগাড়ীতে ২৫১ জন। জেলার ৯টি উপজেলায় ১৯৬৩ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬৪১ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩৯ হাজার ৭৪৫ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬১৬ জনের। এদিন নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩২ হাজার ৬৪২ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১০ হাজার ৬৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ২৮৫১ জন, নওগাঁ ২৬২৬ জন, নাটোর ১৯৮৪ জন, জয়পুরহাট ২০৮৪ জন, বগুড়া জেলায় ১২ হাজার ৪৪৯ জন, সিরাজগঞ্জ ৩৭৯৩ জন ও পাবনা জেলায় ৩২৫৩ জন। মৃত্যু হওয়া ৬১৬ জনের মধ্যে রাজশাহী ৯৫ জন, চাঁপাইনবাগঞ্জে ৬১ জন, নওগাঁ ৪৮ জন, নাটোর ৩০ জন, জয়পুরহাট ১৩ জন, বগুড়া ৩২২ জন, সিরাজগঞ্জ ২৫ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭৪ হাজার ৮১০ জন।
এস/আর