রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে আরো ৪ জনের মৃত্যু হয়েছে ও ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ৪৯৫ জনে। আগের দিন বিভাগে ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। তবে ২ জনের মৃত্যু হয়েছে। গত দিনের তুলনায় ৪৮ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনা শনাক্ত ৮ হাজার ১৮২ জনের। রাজশাহী জেলায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের থেকে বেশি শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির রাজশাহী মহানগর এলাকায় ৬ হাজার ৬০০ জন। বাঘা উপজেলায় ১৯৬ জন, চারঘাট উপজেলায় ২০২ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯১ জন, বাগমারা উপজেলায় ১২৮ জন, মোহনপুর উপজেলায় ১৬৪ জন, তানোর উপজেলায় ১২৯ জন, পবা উপজেলায় ৩৫০ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৮২ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৬৫ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ৪৯৫ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫২৪ জনের। এদিন নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩০ হাজার ৫৫৯ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৮১৮২ জন, চাঁপাইনবাবগঞ্জ ১২১৮ জন, নওগাঁ ২১১৮ জন, নাটোর ১৬১৩ জন, জয়পুরহাট ১৬৩০ জন, বগুড়া জেলায় ১২ হাজার ১৪১ জন, সিরাজগঞ্জ ৩৫৮৮ জন ও পাবনা জেলায় ২৯৯৮ জন। মৃত্যু হওয়া ৫২৪ জনের মধ্যে রাজশাহী ৭৮ জন, চাঁপাইনবাগঞ্জে ২৫ জন, নওগাঁ ৩৭ জন, নাটোর ২০ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ৩০৮ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭১ হাজার ৯৪২ জন।
এস/আর