রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে আরো ৩ জনের মৃত্যু হয়েছে ও ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ৩৩০ জনে। আগের দিন বিভাগে ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। তবে কারো মৃত্যু জয়নি। গত দিনের তুলনায় ৭ জনের কম করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনা শনাক্ত ৮ হাজার ১৩২ জনের। রাজশাহী জেলায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের থেকে বেশি শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির রাজশাহী মহানগর এলাকায় ৬ হাজার ৫৫০ জন। বাঘা উপজেলায় ১৯৬ জন, চারঘাট উপজেলায় ২০২ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯১ জন, বাগমারা উপজেলায় ১২৮ জন, মোহনপুর উপজেলায় ১৬৪ জন, তানোর উপজেলায় ১২৯ জন, পবা উপজেলায় ৩৫০ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৮২ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১১৭ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ৩৩০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫২০ জনের। এদিন নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩০ হাজার ৪৭৬ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৮১৩২ জন, চাঁপাইনবাবগঞ্জ ১১৪৪ জন, নওগাঁ ২১১৬ জন, নাটোর ১৬০৬ জন, জয়পুরহাট ১৬৩০ জন, বগুড়া জেলায় ১২ হাজার ১৩৫ জন, সিরাজগঞ্জ ৩৫৮৫ জন ও পাবনা জেলায় ২৯৭৪ জন। মৃত্যু হওয়া ৫২০ জনের মধ্যে রাজশাহী ৭৭ জন, চাঁপাইনবাগঞ্জে ২২ জন, নওগাঁ ৩৭ জন, নাটোর ২০ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ৩০৮ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭১ হাজার ৮৩২ জন।
এস/আর