রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে আরো ২ জনের মৃত্যু ও ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ৮৯ জনে। আগের দিন বিভাগে ৮২ জনের করোনা শনাক্ত ও ২ জনের মৃত্যু হয়। গত দিনের তুলনায় ১০ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনা শনাক্ত ৮ হাজার ৭৩ জনের। রাজশাহী জেলায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের থেকে ৩০ জনের বেশি শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির রাজশাহী মহানগর এলাকায় ৬ হাজার ৪৯৪ জন। বাঘা উপজেলায় ১৯৬ জন, চারঘাট উপজেলায় ২০২ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯১ জন, বাগমারা উপজেলায় ১২৬ জন, মোহনপুর উপজেলায় ১৬৩ জন, তানোর উপজেলায় ১২৯ জন, পবা উপজেলায় ৩৫০ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৭৯ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৭২ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ৮৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১৭ জনের। এদিন নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩০ হাজার ১৮৮ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৮০৭৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ১১০৯ জন, নওগাঁ ২০৯৭ জন, নাটোর ১৫৯১ জন, জয়পুরহাট ১৬২৬ জন, বগুড়া জেলায় ১২ হাজার ৮৭ জন, সিরাজগঞ্জ ৩৫৫১ জন ও পাবনা জেলায় ২৯৪৭ জন। মৃত্যু হওয়া ৫১৭ জনের মধ্যে রাজশাহী ৭৭ জন, চাঁপাইনবাগঞ্জে ২২ জন, নওগাঁ ৩৬ জন, নাটোর ২০ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ৩০৭ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ২১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭১ হাজার ৬৫১ জন।
এস/আর